রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভালো কাজ করা সহজ নয়

নিজস্ব প্রতিবেদক

ভালো কাজ করা সহজ নয়

বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ৪০ বছর আগে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করলেও এখনো আমরা সন্তোষজনক জায়গায় পৌঁছতে পারিনি। এখানে অনেকের মধ্যে একটা চুরির প্রবণতা দেখা যায়। বেশির ভাগই আদর্শহীন। এখানে ভালো কাজ করা সহজ ব্যাপার নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘অপ্রতিরোধ্য এক বিপ্লব চলমান : শতভাগ নবায়নযোগ্য জ্বালানির পথে সারা বিশ্ব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও ব্লু প্লানেট ইনিশিয়েটিভ (বিপিআই) এ সেমিনারের আয়োজন করে। আবদুল্লাহ আবু সায়ীদ আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিপ্লব প্রয়োজন। একজন বুদ্ধিমান লোক যদি কোনো কথা ১০ মিনিটে বুঝতে পারেন তবে সেই কথাটি একটি জাতিকে বুঝতে ৫০ বছর লাগে। কারণ একটি জাতির মধ্যে নানা জাতের, নানা মতের মানুষ থাকে। খুব ভালো দিকনির্দেশনা পাওয়া গেলে এ পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। সেমিনারে অন্যদের মধ্যে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বাপা সহসভাপতি সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এম এম আকাশ, জ্বালানি বিশেষজ্ঞ বদরুল ইমাম, নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ সাজিদ কামালসহ অন্যরা বক্তব্য দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর