সোমবার, ২৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

আরপিও নিয়ে সিদ্ধান্ত হয়নি, ইভিএম ব্যবহারের চিন্তা

নিজস্ব প্রতিবেদক

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। গতকাল স্বল্প সময়ের জন্য বৈঠক বসলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই তা শেষ হয়। ৩০ আগস্ট আবারও কমিশন বসবে এবং সেখানে ফের এ বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সভা বসে। সভা শেষে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। আরও কয়েকটি বৈঠকের পর সিদ্ধান্ত হবে কোন কোন ধারায় পরিবর্তন আনা হবে। তিনি বলেন, ‘কোন কোন ধারায় পরিবর্তন আসতে পারে তা এখনই বলা যাচ্ছে না। সংসদের আগামী অধিবেশনে এ প্রস্তাব পাঠানো সম্ভব হবে কি না তাও নিশ্চিত নয়। আমরা তাড়াহুড়ো করে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিতে চাই না। আমরা একটা ভালো আইন করতে চাই। সম্ভব হলে প্রস্তাব পাঠাব।’

ইসির আইন সংস্কার কমিটির আহ্বায়ক নির্বাচন কমিশনার কবিতা খানম ছাড়া অপর তিন নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। বছর শেষে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে আরপিও সংস্কার আর হচ্ছে না এমন কথা এর আগে বলেছিলেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তবে গত সপ্তাহে ইভিএম ব্যবহারসহ সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কমিশনে আলোচনার কথা জানান নির্বাচন কমিশনার কবিতা খানম। তিনি গত সপ্তাহে বলেছিলেন, আরপিও সংশোধন নিয়ে দুটি কমিশন বৈঠকও হয়েছে। সেখানে কিছু সংশোধন বা আরও কিছু প্রস্তাব এসেছে। এখন এটি কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সংসদ নির্বাচন সামনে রেখে গত বছর জুলাইয়ে ইসি ঘোষিত রোডম্যাপে আরপিও, সীমানা পুনর্নির্ধারণসহ আইনি সংস্কারের কথা জানিয়েছিল কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি। এ লক্ষ্যে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপ করা হয়। বিশেষ করে নির্বাচনী আইন ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও ১৯৭৬ সালের সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশের যুগোপযোগী সংস্কারের কথা বলেছে ইসি। কিন্তু প্রস্তাবিত আইন করতে না পারায় সীমানা পুনর্নির্ধারণও হয়েছে বিদ্যমান অধ্যাদেশ দিয়ে। তবে একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধান যুক্ত করতে আরপিও সংস্কারের জন্য নতুন করে উদ্যোগ নিয়েছে কমিশন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর