সোমবার, ২৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

কোটা সংস্কার রিপোর্ট পর্যালোচনা করছে সচিব কমিটি

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটা সংস্কার বা বাতিল সংক্রান্ত বিষয়ে রিপোর্ট পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত কমিটি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিল হওয়ায় কমিটি রিপোর্টগুলো অধিকতর পর্যালোচনা করার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। গতকাল সচিবালয়ে কোটা পর্যালোচনা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, কোটার বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। সিদ্ধান্ত হতে সময় লাগবে। এ ছাড়া বৈঠক শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহমেদ সাংবাদিকদের বলেন, কোটার বিষয়ে সিদ্ধান্ত আসতে সময় লাগবে। অনেক দিক বিচেনায় আনতে হচ্ছে। ধৈর্য ধরুন। কোটার ব্যাপারে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত না হওয়ার কথা জানান কমিটির সদস্য ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব আকতারী মমতাজও। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি) ও কমিটির মুখপাত্র আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, কোটা নিয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারিনি। কাজটি দ্রুত শেষ করতেই আমরা পরপর কয়েকটি বৈঠক করেছি।

এর আগে গত ১৩ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেছিলেন, কোটা নিয়ে সুপারিশ প্রায় চূড়ান্ত। মেধাকে প্রাধান্য দিয়ে কোটা উঠিয়ে দেওয়ার সুপারিশ করার কথা বলছিলেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর