বুধবার, ২৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ওরা নির্বাচন বানচাল করতে চায় : কাদের

নিজস্ব প্রতিবেদক

ওরা নির্বাচন বানচাল করতে চায় : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জানে নির্বাচন হলে ক্ষমতায় যেতে পারবে না। তাই তারা এখন আর ক্ষমতা চায় না। তিনি বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকার হটানোর চোরাগলির পথ বেছে নিয়েছে বিএনপি। নির্বাচন বানচাল করতে চায় তারা। গতকাল রাজধানীর মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সারা দেশের যুবসমাজকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে আপনাদের সতর্ক থাকতে হবে। ২০০১ সালের মতো ১১টা বাজার আগেই ভোট শেষ এটা যেন না হয়। নির্বাচন কেন্দ্রগুলোয় কেউ যেন কোনো বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার চান। তাদের এই বিচার দাবি ইতিহাসের নৃশংস, বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতি নিষ্ঠুর রসিকতা। তিনি বলেন, এরা খুন করে খুনের বিচার চাইতে পারে, দুর্নীতি করে দুর্নীতির বিচার চাইতে পারে। দণ্ডিত হয়েও নিরপরাধ বলে নিজেদের জাহির করতে পারে। ধিক্কার জানাই এই রাজনীতিকে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত নয়, নিজেদের ভিতরে থাকা ছদ্মবেশী শত্রুরাই আওয়ামী লীগের জন্য আতঙ্কের কারণ। এরাই বেশি সক্রিয়। তারাই গুজব-সন্ত্রাস ছড়াচ্ছে। এরা সুশীলেও আছে, মিডিয়ায়ও আছে। এরা বিভিন্ন আখড়া থেকে বৈঠক করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। এদের থেকে সাবধান থাকতে হবে। এদের ‘কুচক্রী মহল’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আপনি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য সারা দুনিয়ায় প্রচার করেছেন। জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষক বানানোর জন্য সব ধরনের চেষ্টা করেছেন, নিরীহ শিশুদের যুক্তিসংগত সামাজিক আন্দোলনকে নিয়ে ছদ্মবেশী কুচক্রীদের সঙ্গে মিলিত হয়ে বললেন বাংলাদেশে গণহত্যা চলছে, যেখানে কোনো হতাহতই হয়নি। এসব অপপ্রচার নোবেল বিজয়ীদের পর্যন্ত বিবৃতি দিতে প্রলুব্ধ করেছে। এই কুচক্রী মহলের কতটা আন্তর্জাতিক নেটওয়ার্ক রয়েছে তা এখন দিবালোকের মতো পরিষ্কার। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ, আনোয়ারুল ইসলাম, আমজাদ হোসেন, বেলাল হোসাইন, আতাউর রহমান, মাহবুবুর রহমান, যুবনেতা কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী প্রমুখ।

সর্বশেষ খবর