বুধবার, ২৯ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গণফোরাম-যুক্তফ্রন্ট অভিন্ন কর্মসূচি পালনে ঐকমত্য

নিজস্ব প্রতিবেদক

গণফোরাম-যুক্তফ্রন্ট অভিন্ন কর্মসূচি পালনে ঐকমত্য

গণফোরাম নেতাদের সঙ্গে যুক্তফ্রন্ট নেতাদের বৈঠকে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনসহ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান ও যুক্তফ্রন্ট নেতা অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী দুই পক্ষে নেতৃত্ব দেন। দেশের ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তন ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আদায়ের দাবি সামনে রেখে বৃহত্তর জাতীয় ঐক্য গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এ বৈঠক করেন তারা। জাতীয় ঐক্য সামনে রেখে আগামী ২২ সেপ্টেম্বর যে মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে এ বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। গতকাল রাত সোয়া ৮টার দিকে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গণফোরাম নেতাদের সঙ্গে যুক্তফ্রন্টের এ বৈঠকটি শুরু হয়ে রাত ৮টা ৭ মিনিটে শুরু হয়ে প্রায় দুই ঘণ্টা চলে। বৈঠক শেষে যুক্তফ্রন্ট নেতা অধ্যাপক বি. চৌধুরী সাংবাদিকদের বলেন, জাতীয় জীবনের ক্রান্তিলগ্নে তারা একসঙ্গে কর্মসূচি পালনসহ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে একমত হয়েছেন। এ ব্যাপারে তারা একটি কমিটি গঠন করে দিবেন। এই কমিটি পরবর্তীতে কর্মসূচি নির্ধারণ করে তা জানিয়ে দেবে।  বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ  চৌধুরী, বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ প্রমুখ অংশ নেন। এতে জাতীয় ঐক্যের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা যায়। বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে বেশ কিছুদিন ধরে যুক্তফ্রন্ট নেতা অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী, আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্না এবং অন্যদিকে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনও জাতীয় ঐক্য গঠনের জন্য কাজ করছিলেন। তারই অংশ হিসেবে গত ১৯ আগস্ট বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বাসায় বৈঠক করেন যুক্তফ্রন্ট ও গণফোরাম নেতারা।

সর্বশেষ খবর