বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ইভিএমের ভাগ্য নির্ধারণ আজ

নিজস্ব প্রতিবেদক

সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়টি গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) যুক্ত করতে আজ দ্বিতীয় দফায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এ বৈঠকে আরপিওতে ইভিএম যুক্ত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ইসির কর্মকর্তারা বলছেন, ইভিএমের ভাগ্য নির্ধারণ হবে আজ। একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কিনা তা আজকের বৈঠকের ওপর নির্ভর করছে।

জানা গেছে, আগামী একাদশ সংসদ নির্বাচনে ইলেকট্রনিক  ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতেই এবারের আরপিও সংস্কার করতে যাচ্ছে ইসি। এ ছাড়া অনলাইন মনোনয়নপত্র জমা, জামানত বাড়ানো, স্বতন্ত্র প্রার্থিতাসহ অন্তত ৩৫টি সংশোধনী প্রস্তাব নিয়ে বসছে ইসি। বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-১৯৭২ এর সংশোধনীর বিষয়টি বৈঠকের প্রধান আলোচ্য সূচি হিসেবে রাখা হয়েছে। এর আগে গত ২৬ আগস্ট আরপিও নিয়ে একদফা বৈঠক করেছে কমিশন। কিন্তু ওই বৈঠকে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি তারা। এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) তা সংযোজন করতে হবে। ইভিএম ব্যবহার হবে কি হবে না তা নিয়ে সিদ্ধান্ত হবে আজ কমিশন সভায়। যদি আরপিও সংশোধন হয়, তাহলে আমাদেরও প্রস্তুতি থাকবে। সংসদ নির্বাচন সামনে রেখে গেল বছর জুলাইয়ে ইসি ঘোষিত  রোডম্যাপে আরপিও, সীমানা পুনর্নির্ধারণসহ আইনি সংস্কারের কথা জানিয়েছিল কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন ইসি। এ লক্ষ্যে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্টদের সঙ্গে সংলাপ করা হয়। বিশেষ করে নির্বাচনী আইন ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ও ১৯৭৬ সালের সীমানা পুনর্নির্ধারণ অধ্যাদেশের যুগোপযোগী সংস্কারের কথা বলেছে ইসি। কিন্তু প্রস্তাবিত আইন করতে না পারায় সীমানা পুনর্নির্ধারণও হয়েছে বিদ্যমান অধ্যাদেশ দিয়ে। তবে একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিধান যুক্ত করতে আরপিও সংস্কারের জন্য নতুন করে উদ্যোগ নিয়েছে কমিশন। বৈঠকে আরপিও সংশোধন অনুমোদন পেলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রিপরিষদের অনুমোদন শেষে তা বিল আকারে জাতীয় সংসদের আগামী অধিবেশনে উপস্থাপন করা হতে পারে। জাতীয় সংসদের ২২তম অধিবেশন বসছে আগামী ৯  সেপ্টেম্বর। ওই দিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। ডিসেম্বরের শেষে একাদশ সংসদ নির্বাচনের দিন নির্ধারণ করা হবে। সেই হিসেবে জরুরি কোনো প্রয়োজন না পড়লে আগামী সংসদ অধিবেশনই চলতি সংসদের শেষ অধিবেশন হতে পারে। ১৯৭২ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ প্রণয়নের পর এ পর্যন্ত ১১ বার সংশোধনী এসেছে। এক্ষেত্রে বিভিন্ন অনুচ্ছেদে অন্তত ২০৯টি বিষয়ে সংযোজন-বিয়োজন হয়েছে। নবম সংসদ নির্বাচনের আগে ড. এটিএম শামসুল হুদার ইসি সংলাপ করে ব্যাপক আইনি সংস্কার করে। সর্বশেষ দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালের ২৮ অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশ (অধ্যাদেশ) (সংশোধন) আইন ২০১৩ বিল পাস হয়। এতে ব্যয়সীমা ২৫ লাখ টাকা করা ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ভোটে অযোগ্য ঘোষণা করাসহ কিছু সংশোধন এসেছিল।

সর্বশেষ খবর