শিরোনাম
শুক্রবার, ৩১ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পোশাক খাতে বিদেশি তদারকি সম্মানজনক নয়

নিজস্ব প্রতিবেদক

পোশাক খাতে বিদেশি তদারকি সম্মানজনক নয়

তৈরি পোশাক খাতের বৈশ্বিক সরবরাহ চেইনের মধ্যে ব্যাপক অন্যায্যতা আছে বলে মনে করেন দেশবরেণ্য অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। তিনি বলেন, রানা প্লাজা ধ্বংসের পর পোশাকের দাম কমাতে ক্রেতারা চাপ দিয়েছেন। এই খাতে সরকারের ব্যাপক অগ্রগতি হয়েছে। কিন্তু তৈরি পোশাকশিল্পের কমপ্লায়েন্সের তদারকি করছে বিদেশি এজেন্সি। এটা আমাদের জন্য সম্মানজনক নয়। আমাদের নিজস্ব তদারকি সংস্থা দরকার হলেও সে ব্যাপারে সরকারের অগ্রগতি লক্ষণীয় নয়। গতকাল রাজধানীর গুলশানের খাজনা গার্ডেনিয়া গ্র্যান্ড হলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘রানা প্লাজা ধস-পরবর্তী বদলে যাওয়া পোশাকশিল্প’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের সভাপতির বক্তব্যে অধ্যাপক রেহমান সোবহান পোশাক খাতের বৈশ্বিক সরবরাহ চেইনের অন্যায্যতা তুলে ধরে বলেন, বাংলাদেশ থেকে মাত্র পাঁচ মার্কিন ডলারে কেনা পোশাক-পণ্য নিউইয়র্কে ৩৫ মার্কিন ডলারে বিক্রি হয়। এক্ষেত্রে মুনাফার ৮০ শতাংশ নিয়ে যাচ্ছেন ক্রেতারা। অথচ কমপ্লায়েন্সের চাপ দেওয়া হয় মাত্র ৫ শতাংশের ওপর। এ বিষয়গুলো আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার টেবিলে নিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর