শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী, মেশিনে নয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী, মেশিনে নয়

আইন ও বিচার বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) লাগবে কি লাগবে না সেটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কারণ আওয়ামী লীগ জনগণের ওপর নির্ভরশীল, ভোটিং মেশিনের ওপর বিশ্বাসী নয়। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার বিষয়ে নির্বাচন কমিশনের তোড়জোড় শুরু হয় ঈদুল আজহার পর। গত বৃহস্পতিবার ইভিএম ব্যবহারের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও সংশোধনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে ১০০ আসনে এই যন্ত্রটি ব্যবহারের কথা ভাবছে ইসি। তবে বিএনপি এর বিরোধিতা করে আসছে। এই যন্ত্রটির মাধ্যমে আওয়ামী লীগকে জিতিয়ে দিতে নির্বাচন কমিশন ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছে বিএনপি। দলটির এই অভিযোগ নাকচ করে আইনমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে হোক আর বাংলাদেশ আমলেই হোক, আওয়ামী লীগ সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। আর বিএনপি প্রাসাদে বসে ষড়যন্ত্র করে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ সব সময়ই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে। আগামীতেও জনগণের ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। মামলার রায় কখন হবে ঠিক করে দেন আইনমন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, ২১ আগস্টে গ্রেনেড হামলার এক আলোচনা অনুষ্ঠানে আমি বলেছিলাম মামলার যুক্তিতর্ক শুনানি হয়েছে। সাক্ষ্য-প্রমাণ শেষ হয়েছে। সেপ্টেম্বর মাসেই রায় হতে পারে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আমার বক্তব্যের মিথ্যাচার করছেন।

সর্বশেষ খবর