শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

দিনাজপুরে দুই চালক নিহত

প্রতিদিন ডেস্ক

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বাংলানিউজ

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গাড়ি দুটিতে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে বাসচালক মো. আবদুর রাজ্জাক (৩৫) এবং ট্রাকচালক মো. মিলন (৩৪) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আবদুর রাজ্জাক বগুড়ার শাহজাহানপুর গ্রামের আবদুল বারীর ছেলে এবং মিলন যশোরের অভয়নগর এলাকার মৃত মজনুর ছেলে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিনাজপুর-ঢাকা-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বটতলা পীরেরহাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস কেয়া পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪০) এবং একটি বিপরীতমুখী ট্রাক (যশোর-ড-১১-৪১৩২) কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের বটতলা পীরেরহাট সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুটিতে আগুন লেগে যায়। এ সময় যাত্রীবাহী বাস সম্পূর্ণ এবং ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই দুই চালক মারা যান। কাহারোল থানার এসআই এরশাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর যাত্রীরা দ্রুত বেরিয়ে যাওয়ার পর বাস এবং ট্রাকে আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় দুর্ঘটনাস্থলের কাছে কেউ যেতে পারেনি। সংবাদ পেয়ে রাত ১০টা ২২ মিনিটে দিনাজপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলে। দিনাজপুর হাইওয়ে পুলিশের ওসি আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর