রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইভিএম বাস্তবায়নে আরও পরীক্ষা দরকার : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ইভিএমের ব্যাপারে বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই এই ভোটিংব্যবস্থা চালু করার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে। তিনি বলেন, আমরা একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চাই। সে ক্ষেত্রে ভোটিংব্যবস্থা ভোটারদের ওপর চাপিয়ে দেওয়া উচিত হবে না। সবার মতামত গ্রহণ করতে হবে। গতকাল তিনি বনানী কার্যালয় মিলনায়তনে কুঁড়িগ্রামে আওয়ামী লীগ দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন আহমদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, মশিউর রহমান রাঙ্গা এমপি, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী, মেজর (অব.) মো. খালেদ আখতার ও সফিকুল ইসলাম সেন্টু। এদিকে পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ গতকাল একটি রেস্টুরেন্টে আগামী নির্বাচনের জন্য নিজের দুটিসহ তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। এগুলো হচ্ছে— ঢাকা-১৭ ও রংপুর-৩ হুসেইন মুহম্মদ এরশাদ এবং ঢাকা-১৩ আসনে পার্টির ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সেন্টু। পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন। যোগদান অনুষ্ঠানে এইচ এম এরশাদ বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে সম্ভাবনাময় দল। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারবে। আর এ কারণেই প্রতিদিন অনেকেই জাতীয় পার্টিতে যোগ দিতে চাচ্ছেন। আমরা তার রাজনৈতিক ক্যারিয়ার ও জনসমর্থন বিবেচনা করে দলে নিচ্ছি। তিনি বলেন, আমাদের একটি জোট আছে, অনেকেই আমাদের সঙ্গে জোটবদ্ধ হতে চাচ্ছেন। বিএনপির প্রতি ঈঙ্গিত করে এরশাদ বলেন, একটি দল নির্বাচনে না-ও আসতে পারে। তারা নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে ভিন্ন পরিকল্পনা আছে আমাদের। তিনি বলেন, আমাদের ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে। প্রার্থীও প্রস্তুত।

সর্বশেষ খবর