রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির

শুধরে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। কাজে লাগাননি। নিজেকে শোধরাননি সাব্বির রহমান। বারবার অভিযোগ এসেছে শৃঙ্খলা ভঙ্গের। প্রমাণিত হয়েছে। কিন্তু তাতেও অবস্থানের পরিবর্তন হয়নি। ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই ফের নিষিদ্ধ হচ্ছেন। ঘরোয়া ক্রিকেটে ৬ মাস নিষিদ্ধ হয়েছিলেন সাব্বির। শৃঙ্খলা ভঙ্গের জন্য এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হচ্ছেন। গতকাল বিসিবির ডিসিপ্লিনারি কমিটি  আন্তর্জাতিক ক্রিকেটে তাকে ৬ মাসের নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। এখন শুধু বিসিবির পরিচালনা পর্ষদের অনুমোদনের অপেক্ষা। অনুমোদন পেলেই ১ সেপ্টেম্বর থেকেই শুরু হবে এই নিষেধাজ্ঞা। এশিয়া কাপ স্কোয়াডে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতকে লিখিতভাবে সতর্ক করেছে বিসিবি। অসুস্থ থাকায় আসেননি নাসির হোসেন। তবে তাকেও তদন্তের মুখোমুখি হতে হবে। ১১ টেস্ট, ৫৪ ওয়ানডে ও ৪১ টি-২০ খেলা সাব্বিরের ক্যারিয়ার সবসময়ই বিতর্কে ঘেরা। ক্যারিয়ার শুরুর পর থেকে কখনোই বিতর্ক পিছু ছাড়েনি। ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন এক দর্শককে পিটিয়ে। এবার নিষিদ্ধ হয়েছেন দর্শকদের ফেইসবুকে গালিগালাজ ও মেরে ফেলার হুমকি দিয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় ওয়ানডের পর বাজে ফর্মের জন্য সাব্বিরকে সমালোচনা করেন ভক্তরা। উত্তেজিত সাব্বির ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ম্যাসেজে গালিগালাজ ও মারধরের হুমকি দেন। স্ক্রিনশট প্রকাশ করে সাব্বিরের বিরুদ্ধে এই অভিযাগ করেন দুই ব্যক্তি। সাব্বির তখন দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল।

সর্বশেষ খবর