সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শ্যামপুরে ব্যবসায়ী খুনে পুলিশ কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার শ্যামপুরের ব্যবসায়ী ইউনূস হাওলাদার খুনের ঘটনায় জড়িত শ্যামপুর থানার এএসআই নূর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই গোলাম মোস্তফা জানান, ইউনূস হাওলাদার খুনের পরিকল্পনাকারী হলেন এএসআই নূর আলম। শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়। শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ব্যবসায়ী ইউনূস হাওলাদার হত্যায় আসামির জবানবন্দিতে এএসআই নূর আলমের নাম আসার পরপরই তাকে থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। গত ২৫ জুন দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকা থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর ঘটনার দিন রাতেই নিহতের ছেলে আতিকুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। এ মামলায় ১১ জুলাই সুমনকে বাগেরহাট থেকে গ্রেফতার করে পুলিশ। ১২ জুলাই সুমন ইউনূস হাওলাদারকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সেখানেই তিনি বলেন, এ খুনের পরিকল্পনাকারী এএসআই নূর আলম। এ ছাড়া তার জবানবন্দিতে নাম আসা ছাবেরকে পরদিন পুলিশ গ্রেফতার করে। আদালতকে লিখিতভাবে পুলিশ জানায়, ইউনূস হাওলাদারকে হত্যা করে তার কাছে থাকা তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায় আসামিরা। শামীম ছুরি দিয়ে ইউনূসকে হত্যা করেন। পুরান ঢাকার নবাবপুরে কৃষি যন্ত্রাংশের ব্যবসা করতেন ইউনূস হাওলাদার।

সর্বশেষ খবর