সোমবার, ৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক চক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক চক্রান্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে দেশে সাম্প্রদায়িক মেরুকরণের চক্রান্ত চলছে। এদের চক্রান্তে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং দেশের শান্তিপ্রিয় মানুষ পা দেবে না। তিনি বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়েও ভয়াবহ পরিণতি হবে। গতকাল রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন। শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সময় হাজী মো. সেলিম, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি, মহানগর সার্বজনিন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের বলেন, আপনারা মনে রাখবেন, এই দেশে দুই ধরনের শত্রু আছে। একটি গোপন শত্রু আরেকটি প্রকাশ্য শত্রু। আমরা প্রকাশ্য শত্রু থেকে গোপন শত্রুকে বেশি ভয় পাই। এখন ছদ্মবেশী গোপন শত্রুরা তৎপর। এদের রুখতে হবে। জাতীয় নির্বাচন না হওয়ার সম্ভাবনা বেশি— গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের এই বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, যারা ১/১১ এ বিরাজনীতিকরণ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন, তারাই এখন বলছেন নির্বাচন না-ও হতে পারে। জাতীয় নির্বাচনের বিরুদ্ধে যারা দাঁড়াবে জনগণই তাদের প্রতিরোধ করবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তিনি বলেন, নির্বাচনে সাম্প্রদায়িক শক্তি হেরে যাওয়ার ভয়ে আবারও সনাতন ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ আসতে পারে। সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সবাইকে শ্রী কৃষ্ণের চেতনা ধারণ করে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করে আগামী নির্বাচনে বিজয় অর্জনের শপথ নিতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা এ দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে আপনজন। দেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আপনাদের মনে রাখতে হবে, আপনাদের জন্য মাইনরিটি বান্ধব সরকার একমাত্র শেখ হাসিনার সরকার। আপনাদের বন্ধু আপনাদের আপনজন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনি বলেন, আপনাদের কি ২০০১ সালের কথা মনে আছে? ২০০১ সালে বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এলে বিভীষিকা আর অন্ধকার নেমে আসে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আবারও হিন্দুদের ওপর আক্রমণ হতে পারে। সতর্ক থাকবেন, সেই অপশক্তি নির্বাচনে হেরে যাবে এই ভয়ে, তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে আপনাদের ওপর নির্যাতন চালাবে। দুর্বল ভেবে আপনাদের ওপর আঘাত করবে। ভারতের সঙ্গে দেশের যে সুসম্পর্ক বিরাজমান সেই সুসম্পর্ক বিনষ্টের চক্রান্ত করবে। মোহাম্মদ সাঈদ খোকন বলেন, হিন্দু সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে আমাদের সবার জন্য অমঙ্গল হবে।  শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির হতে পলাশী বাজার মোড়, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাই কোর্ট বটতলাসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ খবর