মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
নাইকো দুর্নীতি মামলা

খালেদাকে আদালতে হাজিরের পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওইদিন কারাগার থেকে আদালতে হাজির করার আদেশ দিয়েছে আদালত। গতকাল ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবীর এ আদেশ দেন। এদিন এ মামলায় অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও অন্য মামলায় খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। মামলার অপর দুই আসামি ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া (সিলভার সেলিম) এবং সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা। আসামিপক্ষের অন্যতম আইনজীবী নূরুজ্জামান তপন সাংবাদিকদের বলেন, শুনানি শেষে বিচারক অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দেন। তিনি বলেন, আদালত শেষ বারের মতো শুনানি পেছানো হয়েছে উল্লেখ করে ১১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করে। একই সঙ্গে ওইদিন খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য হাজিরা পরোয়ানা (প্রডাকশন ওয়ারেন্ট) জারির নির্দেশ দেয় আদালত। বারবার পেছানোর পর গত ১১ ডিসেম্বর নাইকো দুর্নীতি মামলার আসামিদের অব্যাহতির আবেদনের আংশিক শুনানি হয়। বর্তমানে বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার কার্যক্রম চলছে। ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে মামলাটি করা হয়। ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা পড়ে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর