মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বাবরের পক্ষে আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন আজ

শেষ পর্যায়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত দুই মামলার অন্যতম আসামি বিএনপি-জামায়াত জোট সরকার আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের পক্ষে তার আইনজীবী আজ আইনি পয়েন্টে যুক্তিতর্ক উপস্থাপন করবেন। বাবরের যুক্তিতর্ক শেষ হলেই এই দুই মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক সমাপ্ত হবে। এরপর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্য উপস্থাপনের মাধ্যমেই শেষ হবে দুই মামলার বিচার। দুই মামলার বিচারিক কার্যক্রম শেষ হতে সব মিলিয়ে আরও ৩ থেকে ৪ কার্যদিবস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রাজধানীর নাজিমউদ্দীন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে একই সঙ্গে বিচার চলছে দুই মামলার। মামলায় এ পর্যন্ত ৪৪ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মঙ্গলবার (আজ) আসামি বাবরের পক্ষে যুক্তিতর্ক সমাপ্ত করার কথা। এরপর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্য উপস্থাপন করতে সর্বোচ্চ দুই কার্যদিবস সময় লাগতে পারে। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে দলীয় সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় দলীয় নেত্রী প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।

সর্বশেষ খবর