মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যাংক ঋণের সুদের হার এখনো ৯ শতাংশ হয়নি : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

ব্যাংক ঋণের সুদের হার এখনো ৯ শতাংশ হয়নি : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসায়ীদের প্রতি যত্নবান হওয়া উচিত। রাজনীতিবিদদের ধারণা— ব্যবসায়ীরা খুব ভালো আছেন। দেশে এখনো ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশে আসেনি। তিনি ব্যাংকগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা মুখে অনেক কথা বলি। কিন্তু কার্যকর করি না। কিন্তু আমাদের ব্যবসাবান্ধব প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ব্যবসায়ীদের  সব সুবিধা-অসুবিধা সম্পর্কে প্রতিনিয়ত খোঁজ-খবর রাখেন। আবার শ্রমিকদের মজুরি নিয়েও ভাবেন। গতকাল রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি আয়োজিত রপ্তানি ও ট্রেড ক্যাটাগরিতে ১৭৮ জন ব্যবসায়ীর কাছে ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি-২০১৫’ কার্ড বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, কবুতরের খোঁপের মতো বাণিজ্য মেলা চাই না। প্রয়োজনে ছোট পরিসরে আন্তর্জাতিক মানের মেলার প্রস্তুতি নিন। আরও বক্তব্য দেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু, ইপিবির ভাইস চেয়ারম্যান বিজয় কুমার ভট্টাচার্য, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির ও এফবিসিসিআই পরিচালক হাসিনা নেওয়াজ। রপ্তানি খাতের বিভিন্ন ক্যাটাগরিতে ১৩৬ জন ব্যবসায়ীর হাতে সিআইপি কার্ড তুলে দেওয়া হয়। উল্লেখযোগ্য হলেন— স্কয়ার ফার্মাসিউটিক্যালস চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, এফবিসিসিআইর সাবেক প্রথম সহসভাপতি জসিম উদ্দিন, বিকেএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও ক্রনী গ্রুপের আসলাম সানী প্রমুখ। একই সঙ্গে অনুষ্ঠানে ট্রেড ক্যাটাগরিতে ৪২ জনের হাতে সিআইপি কার্ড তুলে দেওয়া হয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— এফবিসিসিআইর সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বর্তমান সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রথম সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সহসভাপতি মুনতাকিম আশরাফ, পরিচালক, প্রবীর কুমার সাহা, শামিম আহসান, হাবিবউল্লাহ ডন, দিলীপ কুমার আগরাওয়ালা, আবু নাসের, বিটিএমইএ পরিচালক প্রকৌশলী মুজাফফর হোসেন প্রমুখ। প্রসঙ্গত, সিআইপি কার্ডপ্রাপ্তরা সরকার নির্ধারিত বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন, পরবর্তী সিআইপি কার্ড হস্তান্তর পর্যন্ত।

সর্বশেষ খবর