মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাপা ছাড়া আগামীতে সরকার গঠন হবে না

নিজস্ব প্রতিবেদক

জাপা ছাড়া আগামীতে সরকার গঠন হবে না

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় পার্টিকে ছাড়া কেউই আগামীতে সরকার গঠন করতে পারবে না। প্রমাণ হবে দেশের রাজনীতিতে জাতীয় পার্টি ‘বিগ ফ্যাক্টর’। গতকাল রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানা জাতীয় পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আগামী নির্বাচনে ঢাকা-১৩ আসনে দলীয় প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর নাম ঘোষণা করে বলেন, একক বা মহাজোট যেভাবেই নির্বাচন করি না কেন এই আসন ছাড়ব না। মোহাম্মদপুর থানা জাপা সভাপতি এএনএম রফিকুল আলম সেলিমের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ। রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতার অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবে। আর এ কারণেই প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে জাতীয় পার্টির নির্বাচন করার প্রস্তুতি রয়েছে। সাধারণ মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে অপেক্ষা করছে, কারণ দেশের মানুষ এখন হুসেইন মুহম্মদ এরশাদের সুশাসন ফিরে পেতে চায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর