বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
দেশি গবেষকদের সাফল্য

পাঁচ মিনিটে শনাক্ত হবে ক্যান্সার

নিজস্ব প্রতিবেদক

রক্তের নমুনা পরীক্ষা করে পাঁচ মিনিটের মধ্যেই ক্যান্সার শনাক্ত করা যাবে। এতে খরচ পড়বে ৫০০ টাকারও কম।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকের নেতৃত্বে একদল গবেষক নন-লিনিয়ার অপটিক্স গবেষণায় ক্যান্সার শনাক্তকরণের সাশ্রয়ী এ প্রযুক্তি উদ্ভাবন করেছেন। গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্ভাবনের বিস্তারিত তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, বিশ্বব্যাংকের চিফ অপারেশনস অফিসার ড. মোখলেছুর রহমানসহ অন্যরা এ সময় বক্তব্য দেন। উদ্ভাবন সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ড. ইয়াসমিন হক। তিনি বিশিষ্ট পদার্থবিদ অধ্যাপক ড. জাফর ইকবালের সহধর্মিণী। জানা গেছে, উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় শাবিপ্রবিতে ‘নন-লিনিয়ার অপটিক্স ব্যবহার করে বায়োমার্কার নির্ণয়’ শীর্ষক প্রকল্প গ্রহণ করা হয়। নন-লিনিয়ার বায়ো-অপটিক্স রিসার্চ ল্যাবরেটরি গড়ে তুলে সেখানে ক্যান্সার আক্রান্ত মানুষের রক্তের সিরামে শক্তিশালী লেজার রশ্মি পাঠিয়ে নন-লিনিয়ার সূচক পরিমাপ করার কাজ শুরু হয়েছে। এই উদ্ভাবনী প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হলে ক্যান্সার রোগাক্রান্তসহ অন্য যে কোনো স্যাম্পলের নন-লিনিয়ার ধর্ম খুবই সহজে সূক্ষ্মভাবে পরিমাপ করা সম্ভব হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বক্তব্যে বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়নে ও নতুন জ্ঞান সৃষ্টির লক্ষ্যে গবেষণায় ব্যয় বৃদ্ধি করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে অধিকতর গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে বাংলাদেশ সক্ষমতা অর্জন করছে।

সর্বশেষ খবর