বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

অন্তর্বর্তী সরকার ২০ দিনের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকার ২০ দিনের মধ্যে

আবুল মাল আবদুল মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।

গতকাল সচিবালয়ে নিজ দফতরে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছুই নেই। অন্তর্বর্তীকালীন (নির্বাচনকালীন) সরকার হবে। আমার ধারণা ২৫ সেপ্টেম্বরের আগেই এটা হবে। তবে এ সরকার কত সদস্যের হবে তা তিনি বলতে পারেননি। তিনি বলেন, নির্বাচনকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই। কারণ বর্তমান সংসদে তাদের কোনো প্রতিনিধি নেই। নির্বাচনকালীন সরকারে সুশীলসমাজের প্রতিনিধিও থাকারও সুযোগ নেই। কারণ ওই সরকারে নির্বাচিতরাই থাকবেন। অর্থমন্ত্রী বলেন, ২৭ ডিসেম্বর নির্বাচন হলে আইন অনুযায়ী সেপ্টেম্বরের ২৫, ২৬ তারিখে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। সংসদ ভেঙে দেওয়া হবে কিনা— জানতে চাইলে তিনি বলেন, সংসদ ভাঙা হবে না। সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে সংবিধানে কোনো প্রভিশন নেই। সংসদ ভাঙবে নির্বাচনের পর। পরবর্তী সংসদ গঠন হলে তখনই সংসদ ভাঙবে। তিনি বলেন, সম্ভবত ২৭ ডিসেম্বর নির্বাচন হবে।

নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নিরপেক্ষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সিলেট সিটিতে যেমন অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে জাতীয় সংসদ নির্বাচনও তেমন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

সর্বশেষ খবর