সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেপরোয়া গতিতেই সর্বনাশ

রংপুরে সেই দুর্ঘটনায় তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

বেপরোয়া গতিতে চালক মিনিবাসটি চালাচ্ছিলেন এবং একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ছাড়া ফিটনেসবিহীন বিআরটিসি বাসটির বডি ছিল খুবই দুর্বল। ফলে বাসটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় হতাহতের ঘটনা বেশি ঘটে। এ ঘটনায় জেলা প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার প্রকৃত কারণ উঠে এসেছে। গতকাল জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেওয়া হয় বলে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রশিদুল মান্নাফ কবির জানিয়েছেন। গত ২ সেপ্টেম্বর দুপুরে রংপুর নগরীর সিও বাজার এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে বিআরটিসি বাসের সঙ্গে রুবি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ ৮ জন নিহত হন। আহত হন আরও ১৭ জন। অনেকে এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও পুলিশের দায়ের করা মামলায় দুই বাসের চালক, সহকারী ও মালিককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, আসামিরা গাঢাকা দেওয়ায় গ্রেফতারে বিলম্ব হচ্ছে। তবে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় দ্রুতবেগে গাড়ি চালানো এবং গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অপরাধে কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন বাদী হয়ে দুই বাসের চালক, সহকারীকে আসামি করে মামলা করেন।

বিআরটিসির বাসটি বগুড়া থেকে পঞ্চগড় যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর