সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার আইনজীবীরা আইন জানেন না

------- আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা না করে কারাগারে আদালত স্থাপন করে আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করতে পারে না, খালেদা জিয়ার আইনজীবীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তারা আইন জানেন না। গতকাল বিকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। এর আগে এক ঘণ্টারও বেশি সময় ধরে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেন তিনি।

প্রধান বিচারপতিকে না জানিয়ে সরকার কারাগারের ভিতরে আদালত স্থাপন নিয়ম অনুযায়ী হয়নি প্রধান বিচারপতির কাছে খালেদার আইনজীবীদের এমন লিখিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমি এ বিষয়ে অবগত নই। আমি জেনে তারপর জানাব। বৈঠকের বিষয়ে তিনি বলেন, প্রধান বিচারপতির সঙ্গে এটা আমার সৌজন্য সাক্ষাৎ।

এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা অন্য মামলার শুনানির জন্য কারাগারের ভিতরেই আদালত বসানোর বিষয়ে প্রধান বিচারপতির কাছে নালিশ করেন খালেদার আইনজীবীরা। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়ার আইনজীবীরা তাদের অভিযোগ তুলে ধরেন।

সর্বশেষ খবর