বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চূড়ান্ত হচ্ছে নির্বাচন প্রক্রিয়া

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা শনিবার

রফিকুল ইসলাম রনি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় গঠিত আওয়ামী লীগের ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’র প্রথম বৈঠক হবে আগামী শনিবার। সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। দলের নীতিনির্ধারকরা জানিয়েছেন, প্রথম বৈঠকে চূড়ান্ত করা হবে দলের নির্বাচনী কর্ম-প্রক্রিয়া। দলের নির্বাচনী বাজেট, ইশতেহারের ফোকাস পয়েন্ট কারা তৈরি করবেন, নির্বাচনী সফর, বিভাগীয় নির্বাচন পরিচালনা ও বিভিন্ন উপ-কমিটি গঠন, কবে নাগাদ মনোনয়ন চূড়ান্ত করা হবে এবং পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দলের নীতিনির্ধারণী ফোরামের একাধিক নেতা এমন তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত ১৬ এপ্রিল আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান, দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমামকে কো-চেয়ারম্যান এবং সদস্য সচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও দলের সহযোগী সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকরা। দলের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪১ জন, কার্যনির্বাহী সংসদের সদস্য ৮১ জন। তবে প্রেসিডিয়ামের দুটি এবং কার্যনির্বাহী সংসদের একটি সদস্য পদ এখনো খালি রয়েছে। ৬ সহযোগী এবং ২ ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক মিলে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ১৩৪ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অধিক সংখ্যক নেতার উপস্থিতিতে এটাই প্রথম সভা হতে যাচ্ছে। গতকাল দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শনিবার দলের নির্বাচনী পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির বৈঠকে নির্বাচন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। সংসদ নির্বাচনে দলের কৌশল কী হবে? প্রচার-প্রচারণা, ইশতেহার তৈরিসহ নির্বাচনকেন্দ্রিক আলোচনা হবে।’  

প্রথম নির্বাচন পরিচালনা কমিটির সভায় কী এজেন্ডা থাকছে জানতে চাইলে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘চূড়ান্ত হয়নি। আজ-কালের মধ্যেই দলীয় সভানেত্রীর সঙ্গে আলাপ করে ঠিক করা হবে। যেহেতু নির্বাচন পরিচালনা কমিটির সভা সেখানে নির্বাচনকেন্দ্রিক সব বিষয়ে আলোচনা হবে। সেখানে বিভিন্ন উপ-কমিটি গঠন, দলীয় নির্বাচনী বাজেট, দায়িত্বে কারা থাকবেন তা নিয়ে আলোচনা হতে পারে।’

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত এমন একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলের প্রথম নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে বিগত কয়েকটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের ভোটের ব্যবধান নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে বিভাগওয়ারী কোন দলের কত ভোট সেসব বিষয় নিয়ে একটি সারসংক্ষেপ আলোচনা হতে পারে। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পাশাপাশি বিভাগীয় কমিটি গঠন করা হতে পারে। সারা দেশে ৩০০ আসনে বর্তমান এমপিদের কার কী অবস্থা সেগুলো নিয়েও আলোচনা করা হতে পারে। সূত্রমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো আওয়ামী লীগের টার্গেট তরুণ ও নারী ভোটার। এই ভোটারদের কাছে টানতে আওয়ামী লীগের ইশতেহারে নতুনত্ব ঘোষণা করা হবে। সে কারণে কী কী চমক দিয়ে ইশতেহার তৈরি করা হবে-সেগুলো আলোচনা করা হবে নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে। ইশতেহার তৈরির সঙ্গে যারা অতীতে যুক্ত ছিলেন এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ তাদের সংযুক্ত করে ইশতেহার তৈরির কমিটি গঠন করা হবে।

সর্বশেষ খবর