বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ক্ষমতার কাছাকাছি যারা, তারাই ধনী

—ড. সালেহউদ্দিন আহমেদ

ক্ষমতার কাছাকাছি যারা, তারাই ধনী

দ্রুত হারে অতি ধনীর সংখ্যা বৃদ্ধি সত্যিকারভাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিফলন নয় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, যারা কোনো না কোনোভাবে ক্ষমতার কাছাকাছি ছিল, তারাই ধনী হয়েছে। বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, তার সুফল সঠিকভাবে নিম্নস্তরে বসবাসকারী মানুষের মধ্যে পৌঁছায়নি, বরং ওপরের (ধনী) দিকে গেছে। লন্ডনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়েলথ এক্সের প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ মনে করেন, বাংলাদেশে ধনিক শ্রেণি দ্রুত বাড়ার মূল কারণ হলো, যারাই অতি দ্রুত ধনী হয়েছে, তারা নিশ্চিয়ই কোনো না কোনোভাবে ক্ষমতার কাছের বা রাজনীতির কাছের অথবা সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি, কিংবা সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে তাদের যোগাযোগ আছে। তারাই এই সুবিধাগুলো পেয়েছে। সাবেক এই গভর্নরের মতে, দক্ষতা হয়তো তাদের কিছুটা আছে। কিন্তু দক্ষতার চেয়ে তারা বেশি সুযোগ-সুবিধা নিয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সহায়তায় তারা দ্রুত এগিয়ে গেছে। অন্যদিকে একই দক্ষতা বা সমদক্ষতার লোক কিংবা উদ্যোক্তারা সেই সুযোগ-সুবিধা পায়নি। এক কথায় অর্থনৈতিক সুযোগ-সুবিধা সবাই সমানভাবে পাচ্ছে না। যারা ক্ষমতা বা রাজনীতির কাছাকাছি থেকে সুবিধা পাচ্ছে, তারাই অতি দ্রুত ধনী হচ্ছে। এটা সত্যিকার অর্থে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রতিফলন নয়।  ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, উন্নয়নের সুফল সবার কাছে না পৌঁছানোর কারণেই বৈষম্য বাড়ছে। আপেক্ষিকভাবে অনেক লোক দ্রুত ধনী হয়ে গেছে। আবার যারা নিচের দিকে আছে, তাদের সেই হারে উন্নতি হয়নি। আর যেটা হয়েছে, সেটা আপেক্ষিকভাবে কম উন্নতি হয়েছে।

সর্বশেষ খবর