বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ওয়াশিংটনে যাচ্ছেন শ্রিংলা, ঢাকা আসছেন রিভা গাঙ্গুলি

নয়াদিল্লি প্রতিনিধি

ওয়াশিংটনে যাচ্ছেন শ্রিংলা, ঢাকা আসছেন রিভা গাঙ্গুলি

বাংলাদেশে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করায় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে ভারতের প্রথম সারির দূতাবাস ওয়াশিংটনে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে। তিনি আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে যোগ দেবেন। তার জায়গায় বাংলাদেশে হাইকমিশনার হয়ে আসছেন ইন্ডিয়ান কাউন্সিল অব কালচারাল রিলেশনসের অধিকর্তা রিভা গাঙ্গুলি দাস। তিনি বাঙালি মহিলা। তার আগে ঢাকায় বাঙালি হাইকমিশনার ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী ও রঞ্জিত মিটাব। রিভার আগে বিনা সিক্রি ছিলেন মহিলা হাইকমিশনার। রিভা গাঙ্গুলি দাস আগে ১৯৯০ সাল থেকে একটানা চার বছর ঢাকায় ভারতীয় দূতাবাসে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন। ফলে বাংলাদেশ সম্পর্কে অভিজ্ঞ এমন একজন দক্ষ কূটনীতিবিদকে বাংলাদেশের দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ হাইকমিশনে আরও পরিবর্তন হতে চলেছে। বাংলাদেশের গণমাধ্যমের অত্যন্ত প্রিয়পাত্র রঞ্জন মণ্ডল আগামী বছরে মাসকাটে ভারতীয় দূতাবাসে বদলি হচ্ছেন। ৫৭ বছর বয়সী রিভা ১৯৮৬ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। সার্ভিসে যোগ দেওয়ার আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। তার এক কন্যা ও এক পুত্র। আগে তিনি নেপাল, চীন, স্পেন, হল্যান্ডে কূটনীতিবিদ হিসেবে কাজ করেন। আলবেনিয়া ও মলোডোভার রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ খবর