শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আ স ম রবের বাসায় ‘জাতীয় ঐক্যে’র নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ঐক্য গড়ার অংশ হিসেবে নিজেদের সাত দফা চূড়ান্ত ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা করতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠক করেছেন যুক্তফ্রন্টের নেতারা। গতকাল রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে আ স ম রব বলেন, খুব শিগগিরই জাতীয় ঐক্যের ঘোষণা আসছে। এই প্রক্রিয়া জামায়াত ছাড়া প্রগতিশীল সবার অংশগ্রহণের সুযোগ আছে। রাতের এ বৈঠকে এতে যোগ দেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্প ধারার প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিসি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রমুখ। এ ছাড়াও বৈঠকে অংশ নেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। জানা যায়, ২২ সেপ্টেম্বর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমাবেশে যুক্তফ্রন্ট নেতাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। এ ছাড়া গণফোরাম ও যুক্তফ্রন্টের অভিন্ন সাত দফা করা নিয়েও নিজেদের মধ্যে আলোচনা হয়। যুক্তফ্রন্টের এক নেতা জানান, চলতি মাসেই জাতীয় ঐক্য গড়ে তোলা হবে। এ নিয়ে ড. কামালের সঙ্গে দফাগুলো চূড়ান্ত করাই এ বৈঠক করা। এক্ষেত্রে শুধু জামায়াত ও স্বাধীনতাবিরোধী দল ছাড়া সবাই ন্যূনতম দাবিতে এ জাতীয় প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। বিএনপির সঙ্গেও এ নিয়ে কথাবার্তা চলছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই জাতীয় ঐক্য প্রক্রিয়া আনুষ্ঠানিক রূপ পাবে।

সর্বশেষ খবর