শিরোনাম
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিদেশে বাংলাদেশি বিনিয়োগ ফিরিয়ে আনা হবে

নিজস্ব প্রতিবেদক

বিদেশে বাংলাদেশি বিনিয়োগ ফিরিয়ে আনা হবে

আ হ ম মুস্তফা কামাল

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০৩০ সালের মধ্যেই বাংলাদেশ পঞ্চম এশিয়ান টাইগার হিসেবে আবির্ভূত হবে। এজন্য আমরা অর্থনীতিকে এমনভাবে সাজাব যে, যেসব বিনিয়োগ বিদেশে গিয়েছে তা দেশে ফিরে আসবে। সুযোগ-সুবিধা পেলে ব্যবসায়ীরা অবশ্যই আবার এ দেশে বিনিয়োগ করবেন। আমাদের কাজটি হবে বিনিয়োগবান্ধব, রপ্তানিবান্ধব, শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা।’ গতকাল রাজধানীর গুলশানে বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) আয়োজিত ব্যবসায়িক নেটওয়ার্কিং সেমিনারে বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিআইডিএর নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বিজিসিসিআইর সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিজিসিসিআইর নির্বাহী পরিচালক এম এ মতিন ও সিইএমএস গ্লোবাল সভাপতি মেহেরুন নেসা ইসলাম। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমরা যে লক্ষ্যে যাচ্ছি, যেভাবে যাচ্ছি, তাতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিজনেস ইনসাইডারের গবেষণায় বেরিয়ে এসেছে পঞ্চম এশিয়ান টাইগার হবে বাংলাদেশ। আমাদের চারটি এশিয়ান টাইগারের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। কেননা যে চারটি এশিয়ান টাইগার রয়েছে, তাদের কেউই ৩০ বছরের বেশি সময় নেয়নি। সময় এখন বাংলাদেশের। আমরা সেটিই প্রমাণ করার চেষ্টা করব।’ তিনি বলেন, ‘আমাদের অর্থনৈতিক এলাকার ৮০ ভাগের ওপরে বেসরকারি খাত। আমাদের ভবিষ্যৎ চিন্তা, আমরা বেসরকারি খাতকে উজ্জীবিত করে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করব। এখন আমরা যাব অধিক শিল্পায়নে, যেখানে এখনো আমরা পিছিয়ে আছি। এর মাধ্যমে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। দারিদ্র্য কমানো ও রাজস্ব আদায়ের খাত তৈরি করব। শিল্পায়নে যখন যাব সে সময় আমরা লক্ষ্য রাখব, শিল্প খাতে এমন শক্তিশালী প্রণোদনা দেব যে পৃথিবীর কোনো দেশ দিতে পারবে না এবং আমাদের সঙ্গে প্রতিযোগিতাও করতে পারবে না।’

সর্বশেষ খবর