শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল নিরাপত্তা আইনে হরণ হবে বাকস্বাধীনতা

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনে হরণ হবে বাকস্বাধীনতা

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যম ও বাকস্বাধীনতা হরণ করবে। বিশেষজ্ঞদের অধিকাংশ সুপারিশ অগ্রাহ্য করে সংসদীয় স্থায়ী কমিটি প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা বিল চূড়ান্ত করেছে। এর বিতর্কিত ধারাসমূূহ অপরিবর্তিত রেখে সংসদীয় কমিটি কর্তৃক প্রতিবেদন চূড়ান্ত করার ঘটনা খুবই উদ্বেগজনক। সংবিধানের মূলনীতির পরিপন্থী এ ধরনের আত্মঘাতী একটি বিল আইন হিসেবে পাস করা থেকে বিরত থাকা উচিত। তিনি বলেন, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা বিলটি আইনে রূপান্তরিত হলে তা সংবিধানের মূল চেতনা চিন্তা, বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ হবে। ডিজিটাল নিরাপত্তার নামে নাগরিকদের নিরাপত্তাহীনতা বোধ সৃষ্টি করবে। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, একদিকে প্রস্তাবিত বিলের ৮, ২৮, ২৯ ও ৩১ ধারাগুলোর ব্যাপারে গণমাধ্যম কর্মীদের উদ্বেগ ও মতামতকে উপেক্ষা করা হয়েছে।

সর্বশেষ খবর