শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
টিকফা ফোরামের সভা

আবারও বাংলাদেশের জিএসপির আবেদন প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

প্রতিদিন ডেস্ক

শ্রমিকদের কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে আবারও বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপির আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। সূত্র : এনআরবি নিউজ।

গত বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ ট্রেড অ্যান্ড কো-অপারেশন ফোরাম অ্যাগ্রিমেন্টের (টিকফা) চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষ পারস্পরিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার কথা বললেও জেনারেলাইজড সিস্টেমস অব প্রেফারেন্স বা জিএসপি নিয়ে কোনো অবস্থান পরিবর্তনের আভাস মেলেনি। ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভের (ইউএসটিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়সহ সামগ্রিক শ্রম সংস্কার নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। তবে তারা আশা করে দুই পক্ষের আলোচনার মাধ্যমে পরিস্থিতির আরও অগ্রগতি হবে। এদিকে বৃহস্পতিবারের বৈঠকে বাংলাদেশ টিকফা চুক্তির বাস্তবায়ন দাবি করেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য সম্প্রসারণ করারও অনুরোধ জানানো হয়। এ ছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার বালি মিনিস্ট্রিয়াল সিদ্ধান্তের আলোকে ডিউটি-ফ্রি বাজারের সুবিধার কথাও জানানো হয়। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভের দফতরে অনুষ্ঠিত দিনব্যাপী এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু। এ ছাড়া বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মুনীর চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মইনুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য প্রকাশ দেওয়ান প্রমুখ।

যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী ট্রেড রিপ্রেজেনটেটিভ মার্ক লিন্সকট। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভের দফতরের উপসহকারী ট্রেড রিপ্রেজেনটেটিভ জেবা রেয়াজুদ্দিন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক/অর্থনৈতিক কাউন্সেলর বিল মোলারসহ ২০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর