শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এরশাদ সুনামগঞ্জ আসছেন, বর্ণাঢ্য উৎসবের আমেজ

মাসুম হেলাল, সুনামগঞ্জ

এরশাদ সুনামগঞ্জ আসছেন, বর্ণাঢ্য উৎসবের আমেজ

কাল রবিবার সুনামগঞ্জে প্রাক-নির্বাচনী জনসভায় আসছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ। জেলা জাতীয় পার্টির সম্মেলন হলেও কার্যত এটি সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহের আগাম নির্বাচনী শোডাউন হিসেবেই দেখছেন সবাই। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে এবারও মহাজোটের প্রার্থী হচ্ছেন জেলা জাপার আহ্বায়ক পীর মিসবাহ। এরশাদ তার সমর্থনে নির্বাচনী প্রচারণা ও জেলা সম্মেলনে আসছেন এ খবরে জাপার নেতা-কর্মীরাও জেগে উঠেছেন। জনসভায় জনতার ঢল নামাতে পীর ফজলুর রহমান মিসবাহ জেলা নেতারাসহ পার্টির সব পর্যায়ের কর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চালিয়েছেন ব্যাপক জনসংযোগ। পথসভা, উঠান বৈঠক করছেন কয়েক দিন ধরে। শহর থেকে গ্রামে চলছে ব্যাপক মাইকিং। সর্বত্র লাগানো হচ্ছে পোস্টার। শহরজুড়ে তোরণ আর তোরণ, বর্ণিল ব্যানারে বর্ণাঢ্য উৎসবের আমেজ তৈরি হয়েছে। সম্মেলন ও জনসভার প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে এরশাদ আসছেন। তার সফরসঙ্গী হচ্ছেন প্রধান বক্তা জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। অন্য কেন্দ্রীয় নেতারাও আসছেন। বেলা ১১টায় হেলিকপ্টারে এরশাদ সুনামগঞ্জ পৌঁছবেন। দুপুর ১২টায় তিনি সুরমা নদীর তীরবর্তী সরকারি জুবিলী স্কুলের ফুটবল মাঠের জনসভায় বক্তব্য রাখবেন। জেলা জাপার যুগ্ম আহ্বায়ক আবদুর রশীদ বলেছেন, এরশাদের এই জনসভা হবে স্মরণকালের বৃহত্তম জনসভা— এমনটাই আমরা আশা করি।

সর্বশেষ খবর