মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভালো নেই শেখ আবদুল আজিজ

নিজস্ব প্রতিবেদক

ভালো নেই শেখ আবদুল আজিজ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ রাজনীতিক শেখ আবদুল আজিজের শরীর ভালো নেই। বর্তমানে রাজধানীর গুলশানে নিজ বাসায় দিনযাপন করছেন তিনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তার বয়স ৯৬ বছর। শেখ আবদুল আজিজের স্ত্রী শওকত আরা ২০১৬ সালে ইন্তেকাল করেন। শেখ আবদুল আজিজের ভাগ্নে সাবেক জেলা জজ বেলায়েত হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, শেখ আবদুল আজিজের শরীর ভালো নেই। কিছুই মনে রাখতে পারেন না। কানে কম শোনেন, কোমরে ব্যথা। কারও সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। শেখ আবদুল আজিজের ছেলে শেখ আশিক হাফিজ আমেরিকায় একটি প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ার। তার পাঠানো টাকা আর মুক্তিযোদ্ধা ভাতা দিয়ে সংসারের ব্যয় নির্বাহ এবং ওষুধ-পথ্য কেনা হয়। বড় মেয়ে সিমিন শেখ আমেরিকার ওয়াশিংটনে প্রাইমারি স্কুলের শিক্ষা অফিসার। ছোট মেয়ে ডা. নাবিন শেখ মেঘলা দেশে থাকেন। তিনি আবদুল আজিজকে সার্বক্ষণিক দেখাশোনা করেন। শেখ আবদুল আজিজের জন্ম ১৯২৯ সালে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার তেলিগাতী গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং এলএলবি ডিগ্রি অর্জন করে আইন পেশায় আত্মনিয়োগ করেন। মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরের লিয়াজোঁ অফিসার ছিলেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর