বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাপানে ইউনূস মডেলে ‘গ্রামীণ নিপ্পন’

নিজস্ব প্রতিবেদক

জাপানে ইউনূস মডেলে ‘গ্রামীণ নিপ্পন’

শান্তিতে নোবেলজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের আদলে এবার জাপানে প্রতিষ্ঠিত হলো ‘গ্রামীণ নিপ্পন’। দেশটিতে অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি চালু হয়। বাংলাদেশে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্তৃক উদ্ভাবিত ক্ষুদ্রঋণ মডেল ব্যবহার করে গ্রামীণ নিপ্পন জাপানে দারিদ্র্য ও অর্থনৈতিক অসমতার সমস্যা মোকাবিলায় কাজ করবে। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রামীণ নিপ্পন প্রতিষ্ঠিত হয়েছে একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান হিসেবে যা আর্থিকভাবে অসচ্ছল মানুষদের বিনা জামানতে অল্প সুদে ঋণ সরবরাহ করবে। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা তৈরি ও বড় করতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। গ্রামীণ নিপ্পন সৃষ্টি হয়েছে গ্রামীণ ব্যাংকের আদলে। সামাজিক ব্যবসার সাতটি মূলনীতির ভিত্তিতে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠাই এর লক্ষ্য। গ্রামীণ নিপ্পন উদ্বোধন উপলক্ষে এক বার্তায় প্রফেসর ইউনূস প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মাসাহিরো কান ও প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ খবর