বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
সাংবাদিক নেতারা যা বললেন

সরকারের শত্রু নন সাংবাদিকরা

---- মোল্লা জালাল

নিজস্ব প্রতিবেদক

সরকারের শত্রু নন সাংবাদিকরা

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি মনে করি, আইন মানুষের জন্য। আর এ আইনের বেসিক স্টেকহোল্ডার হচ্ছেন সাংবাদিকরা। তাই সাংবাদিকদের পক্ষ থেকে আইনের বিষয়ে বেশ কিছু মতামত দেওয়া হয়েছিল। দাবি জানানো হয়েছিল। কিন্তু সরকার সাংবাদিকদের সব যৌক্তিক দাবি অগ্রাহ্য করে, তাড়াহুড়ো করে আইনটি করে আইনটি সংসদে পাস করেছে। আমি মনে করি, এতে করে এ আইনের আসল উদ্দেশ্য সফল হবে না। বরং মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে সাংবাদিকসহ সবার মধ্যে। সরকার এক কথা বলবে, আবার সাংবাদিকরা এক কথা বলবে।’ তিনি বলেন, সাংবাদিকরা সরকারের শত্রু না, আবার সরকারও সাংবাদিকদের শত্রু না। মোল্লা জালাল বলেন, অতীতে অনেক কালো আইন অনেক সরকার প্রণয়ন করেছে। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। এ আইনে যদি সাংবাদিকদের আতঙ্কিত হওয়ার কারণ থাকে, তাহলে এ আইন কার্যকর হবে না।

সর্বশেষ খবর