বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বেপরোয়া গাড়ি চালিয়ে দুর্ঘটনায় ৫ বছর জেল হত্যা প্রমাণে ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

অবহেলা বা বেপরোয়া মোটরযান চালনার কারণে দুর্ঘটনায় প্রাণহানির দায়ে ৫ বছরের কারাদণ্ড বা ৫ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রেখে ‘সড়ক পরিবহন আইন  ২০১৮ বিল’ সংসদে পাস হয়েছে। একই সঙ্গে প্রাণহানির দায়ে অভিযুক্তদের অপরাধ জামিনযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাজনিত অন্যান্য অপরাধ আপস মীমাংসার জন্য পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ২২তম অধিবেশনে গতকালের বৈঠকে বিলটি সংসদের স্থিরিকৃত আকারে পাস করার প্রস্তাব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিল পাসের আগে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, অনেকে শুধু ৫ বছর সাজা দেখেন, কিন্তু উদ্দেশ্যমূলকভাবে বা ইচ্ছাকৃতভাবে কোনো দুর্ঘটনা প্রমাণিত হলে পেনাল কোডের ৩০২ ধারা মোতাবেক অপরাধীকে মৃত্যুদণ্ডও দেওয়া যাবে। যাবজ্জীবনেরও বিধান আছে। আইনের ৫ দফায় আনীত সংশোধনী গ্রহণ করা হয়েছে। এতে বলা হয়েছে, অনুমতিপত্র ছাড়া গণপরিবহন চালানো যাবে না। এর সঙ্গে ‘অনুমতিপত্র অহস্তান্তরযোগ্য হবে এবং অনুমতিপত্রের অধীন রুটে পরিচালিত গণপরিবহনের দায়ভার অনুমতিপত্রের অধিকারীর ওপর ন্যস্ত হয়ে ৫ (২) দফায় যুক্ত হবে।

সর্বশেষ খবর