শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন করার প্রস্তাব ভারতের নাকচ

নয়াদিল্লি প্রতিনিধি

ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন করতে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের দেওয়া প্রস্তাব ভারত নাকচ করে দিয়েছে। তবে পাকিস্তানি প্রধানমন্ত্রীর প্রস্তাবমতে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মুহম্মদ কুরেশির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সম্মতি দিয়েছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার গতকাল সংবাদ সম্মেলনে এ কথা জানান। ২০১৫ সালের পর এই প্রথম ভারত-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।

জাতিসংঘ অধিবেশন চলার সময়ে সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হবে। এখানে সুষমা স্বরাজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও বৈঠক করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ১৭ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি দেন। চিঠিতে তিনি পাকিস্তানে সার্ক সম্মেলন করার জন্য ভারত সরকারের মতামত চান। ২০১৬ সালে ইসলামাবাদে এ সম্মেলন হওয়ার কথা ছিল। মুখপাত্র বলেন, ‘সার্ক শীর্ষ সম্মেলন সম্পর্কে ভারতের নীতির কোনো পরিবর্তন হয়নি। পাকিস্তানে সার্ক সম্মেলন হওয়ার মতো অনুকূল পরিস্থিতি নেই বলেই ভারত মনে করে। ভারত ছাড়াও সার্কভুক্ত আরও কয়েকটি দেশ (বাংলাদেশসহ) ভারতের সঙ্গে সহমত।’ তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রী ইমরান খানের চিঠি দেন। ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী মোদি যে চিঠি দিয়েছিলেন এটা তারই জবাব।

সর্বশেষ খবর