শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরকারকে আল্লামা শফীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরকারকে আল্লামা শফীর অভিনন্দন

কওমি শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে মাস্টার্সের (স্নাতকোত্তর ডিগ্রি) সমমর্যাদা দিয়ে তৈরি করা বহুল প্রতীক্ষিত কওমি সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন আমিরে হেফাজত, কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড, বেফাক চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী। একই সঙ্গে তিনি জাতীয় সংসদের স্পিকার, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট সবাইকেও অভিনন্দন জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কওমি শিক্ষাব্যবস্থার স্বীকৃতি দেশের লাখো আলেম, ছাত্র সমাজের প্রাণের দাবি ছিল। জাতীয় সংসদে বিলটি পাস হওয়ায় আমাদের দাবি পূর্ণতা পেল। আগামী প্রজন্মের পথচলা আরও সুগম হলো। আল্লামা আহমদ শফী আরও বলেন, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমর্যাদা দেওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ও আরবি সাহিত্যে দুই বিষয়ের মাস্টার্সের মর্যাদা পাবে দাওরায়ে হাদিস। ফলে কওমি শিক্ষার্থীদের খেদমতের পরিধি বৃদ্ধি পেল। আমাদের বিশ্বাস, এর মাধ্যমে সমাজে-দেশে দুর্নীতি, অনিয়ম, সুদ-ঘুষের প্রচলন হ্রাস পাবে।

সর্বশেষ খবর