রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রার্থীদের সম্পদের হিসাব খতিয়ে দেখা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রার্থীদের সম্পদের হিসাব খতিয়ে দেখা হবে

দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সম্পদ বিবরণী খতিয়ে দেখা হবে। পাশাপাশি সব সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে দুদকের অভিযান অব্যাহত রাখা হবে। তিনি গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেন। দুদক চেয়ারম্যান বলেন, দুদক অভিযোগ  কেন্দ্রের হটলাইন-১০৬ এ অভিযোগের প্রেক্ষিতে সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করা। হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিসেবা নিশ্চিত করা। সেবা প্রত্যাশী নাগরিক হয়রানি বা অনিয়মের শিকার হয়ে কমিশনের হটলাইন ১০৬ এ অভিযোগ জানালেই ওই সব দফতরে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ে অভিযান চালানো হচ্ছে।

সর্বশেষ খবর