শিরোনাম
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যক্তিগত গাড়ি বন্ধে উদ্যোগ শিগগিরই

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তিগত গাড়ি বন্ধে উদ্যোগ শিগগিরই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ব্যক্তিগত গাড়ি বন্ধে একটি আইন রয়েছে। সামনে সমন্বয় সভা আছে। অংশীজনদের নিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি সমন্বয় সভা করবে। এ সভায় বিস্তারিত আলোচনা হবে। একজন ব্যক্তি কয়টি গাড়ি ব্যবহার করবেন, আদৌ কারও ব্যক্তিগত গাড়ির প্রয়োজন রয়েছে কিনা বিষয়গুলো নিয়ে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে। জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে ফিরে আসার পর বিষয়টি প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হবে বলেও জানান মেয়র খোকন। গতকাল রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস-২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা প্রমুখ।

সর্বশেষ খবর