সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এসব ঐক্যে আওয়ামী লীগ ঘাবড়ায় না

------- কাজী জাফরউল্লাহ

নিজস্ব প্রতিবেদক

এসব ঐক্যে আওয়ামী লীগ ঘাবড়ায় না

ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। তিনি বলেন, ‘গণতান্ত্রিক দেশে এমন জোট হতেই পারে। এটা ভালো উদ্যোগ। তারা বিএনপিকে নিয়ে নির্বাচনে আসবে এটাও আমরা চাই। তবে এসব জোটে আওয়ামী লীগ কখনই ঘাবড়ায় না।’ গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। কাজী জাফরউল্লাহ বলেন, নির্বাচনের আগে নতুন জোট হতেই পারে। নতুন নতুন প্রক্রিয়া হতেই পারে। গণতান্ত্রিক দেশে এমনটি হয়েই থাকে। তারা নির্বাচনে অংশগ্রহণ করলে আমরা স্বাগত জানাব। আমরা সব সময়ই নির্বাচন ও গণতন্ত্রের পক্ষে। তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তো আমাদের কোনো অসুবিধা নেই। এসব জোটে আওয়ামী লীগ ঘাবড়ায় না। তিনি বলেন, আওয়ামী লীগ ’৭১ সালে যুদ্ধ করে পাকিস্তানিদের তাড়াইছে। দেশকে স্বাধীন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসও রয়েছে। সেখানে এসব জোট বা ঐক্য প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের তেমন ভাববার সুযোগ নেই। ডা. বদরুদ্দোজা চৌধুরী ৮৮ বছর বয়সে জোট করে নির্বাচন করুক, এতে অসুবিধার তো কিছু নেই। বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। সারা দেশ আজ উন্নয়নের মহাসড়কে ওঠে গেছে। আর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে পুনরায় নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। ইতিমধ্যে বিভিন্ন জরিপেও দেখা গেছে আওয়ামী লীগের প্রতি দেশবাসী আস্থা রেখেছে। সুতরাং আগামী নির্বাচনেও আওয়ামী লীগের জয় হবেই ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর