বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঘরে ঢুকে গেছে বিএনপি

নোয়াখালী প্রতিনিধি

ঘরে ঢুকে গেছে বিএনপি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো আন্দোলনে নেতা থাকতে হয়। নেতা ছাড়া নেতৃত্ব হয় না। যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা কে? পাঁচমিশালি, জগাখিচুড়ি নেতৃত্বে জনগণের আস্থা নেই। বিএনপি আর একবার ক্ষমতায় এলে হাওয়া ভবনের বদলে খাওয়া ভবন হবে। ২০ দল, ৩০ দলের নেতা কে? নেতৃত্ব দেবে কে? তা পরিষ্কার করতে হবে। গতকাল নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কবিরহাটে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি কই? বিএনপি নেতারা ঘরের মধ্যে ঢুকে গেছেন? তারা খালেদা জিয়াকে মুক্ত করতে ব্যর্থ হয়েছেন। নির্বাচন নিয়ে তারা (বিএনপি) কী আন্দোলন করবে? বিএনপি হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করেছিল। এবার তাদের উদ্দেশ্য খাওয়া ভবন সৃষ্টি করা। ২০০১ সালের মতো নির্বাচনের খোয়াব দেখে লাভ নেই। মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগ দেশের সিংহভাগ উন্নয়ন করেছে। উন্নয়ন যারা করে তারাই জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার রাখে। আওয়ামী লীগের কর্মীরা অভিমান করতে পারে, কিন্তু বেইমানি করে না। আওয়ামী লীগ একটি পরিবার, পারিবারিক বন্ধনে আবদ্ধ হয়ে এখন থেকে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর