বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিনহার কারণে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট

নিজস্ব প্রতিবেদক

সিনহার কারণে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার সঙ্গে আপিল বিভাগের অন্য বিচারপতিরা ওই সময় কেন বসতে চাননি, তা প্রকাশ পেলে আরও দুর্গন্ধ ছড়াবে। এতে বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হবে। বিদেশে বসে বিচারপতি সিনহার লেখা বইয়েও বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মন্তব্য রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তার। গতকাল সুপ্রিম কোর্টে নিজের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। মাহবুবে আলম বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, বিচারপতি সিনহা যা করছেন তাতে বিচার বিভাগের ভাবমূর্তি তিনি নিজেই নষ্ট করছেন। তিনি প্রধান বিচারপতি থাকার সময় তার সঙ্গে যারা বিচারকার্য পরিচালনা করেছেন, তাদের সম্পর্কে কোনো রকম কটূ মন্তব্য করা খুবই অগ্রহণযোগ্য এবং এ কাজটি করে তিনি নিজেই বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট করছেন।’ বইয়ে হুমকির মুখে দেশ ছেড়েছেন বলে সিনহার বক্তব্যের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এ সরকারের আমলে অনেক বিচারপতি কাজ করে গেছেন। এদের কেউ তো সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তিনি তো (এস কে সিনহা) স্পষ্ট করেননি, কেন তার সঙ্গে সঙ্গী বিচারপতিরা একসঙ্গে বসতে (আপিল বিভাগের এজলাসে) চাননি।’ অন্য বিচারপতিরা তখন কেন এস কে সিনহার সঙ্গে বসতে চাননি জানতে চাইলে মাহবুবে আলম বলেন, ‘আমরা যা জেনেছি, কাগজ পড়ে জেনেছি। কোনো বিচারপতির সঙ্গে এ নিয়ে কথা বলিনি। তার সঙ্গে অন্য বিচারপতিরা বসতে অস্বীকৃতি জানিয়েছেন। আমার মনে হয় না, এমন ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেছে।’ এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সিনহার বইতে যদি কোনো বর্তমান বিচারপতি সম্পর্কে কোনো কথা বলা থাকে এবং তারা যদি মনে করেন, তবে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।’

সর্বশেষ খবর