শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
রোহিঙ্গারা নিরাপত্তায় হুমকি : প্রধানমন্ত্রী

গণহত্যা বিচারে আন্তর্জাতিক প্যানেল করছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক, নিউ ইয়র্ক থেকে

নৃশংস নির্যাতনের মুখে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপস্থিতি বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ এবং নিরাপত্তায় হুমকি সৃষ্টি করেছে বলে মুসলিম বিশ্বকে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ কারণে রোহিঙ্গাদের উপস্থিতি দীর্ঘায়িত হতে পারে না। প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের টেকসই স্বদেশ প্রত্যাবর্তনে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর প্রচারণায় নেতৃত্ব দিতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় বেলা ১১টায় জাতিসংঘ সদর দফতরে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিষয়ে ওআইসি কন্টাক্ট গ্রুপের সভায় দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি আরবের স্থায়ী মিশন ও ওআইসি সচিবালয় যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় ওআইসির মহাসচিব ড. ইউসেফ আল ওথেইমিনও বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্য বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যা শুরু থেকেই সমাধানের পথ খুঁজে বের করতে মিয়ানমারের সঙ্গে আলোচনা করে আসছে। তবে তাদের কাছ থেকে আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। আন্তর্জাতিক প্যানেল : নিপীড়িত রোহিঙ্গাদের বিচার পাওয়ার পথ তৈরির প্রক্রিয়ায় একটি আন্তর্জাতিক প্যানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার জেনিভায় মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে এই প্যানেল তৈরির প্রস্তাব পাস হয়। ৪৭ সদস্যের এই কমিশনে প্রস্তাবের পক্ষে ৩৫ এবং বিপক্ষে তিন ভোট পড়ে। নিপীড়নের আরও একটি ভিডিও : মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মানবাধিকার গ্রুপ ফর্টিফাই রাইটস দাবি করেছে, এই ফুটেজে উত্তরাঞ্চলীয় রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্যাতনে মিয়ানমার কর্তৃপক্ষকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) দায়ী করার মতো জলন্ত প্রমাণ রয়েছে। ফর্টিফাই রাইটস এ ভিডিওটি প্রকাশ করেছে গতকাল।

সর্বশেষ খবর