রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য করার সিদ্ধান্ত হয়নি

------ জোনায়েদ সাকি

নিজস্ব প্রতিবেদক

যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য করার সিদ্ধান্ত হয়নি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা ভাবছে বাম গণতান্ত্রিক জোট। জোটের অন্যতম শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তবে ভোটের মাঠে নতুন জোট যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। একাদশ সংসদ নির্বাচন নিয়ে বাম গণতান্ত্রিক জোটের পরিকল্পনা কী জানতে চাইলে জোনায়েদ সাকী বলেন, সারা দেশে ৩০০ আসনে প্রার্থীর দেওয়ার চিন্তা রয়েছে। সেই সঙ্গে ভোটের প্রস্তুতির পাশাপাশি দেশে নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়েও আন্দোলন চলবে। তিনি বলেন, বর্তমানে নির্বাচনের পরিবেশ নেই। নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। যুক্তফ্রন্টের সমাবেশে গিয়ে একাত্মতা প্রকাশ করেছেন। যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্য করছেন কি না জানতে চাইলে জোনায়েদ সাকী বলেন, বিদ্যমান পরিস্থিতিতে সংকট উত্তরণে এক নতুন রাজনৈতিক ব্যবস্থা অপরিহার্য। আর এ বিষয়ে গণসংহতি আন্দোলনের বক্তব্য তুলে ধরতে ড. কামালের আমন্ত্রণে যুক্তফ্রন্টের সমাবেশে গিয়েছিলাম। তবে গণতান্ত্রিক আন্দোলন আর রাজপথের গতি বলে দেবে আগামীতে কী হবে। তিনি বলেন, বাম গণতান্ত্রিক জোট জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে আন্দোলন করে যাচ্ছে। জোটের পাঁচ দফা নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাবে। বাম গণতান্ত্রিক জোট আমাদের আদর্শগত জোট। দীর্ঘমেয়াদি আন্দোলনের জোট। সাকী বলেন, নিরপেক্ষ নির্বাচন, নির্বাচনের আগে পার্লামেন্ট ভেঙে দেওয়া, নির্বাচনে টাকার খেলা, পেশিশক্তি, প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচনের দাবিতে  দেশব্যাপী শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠন করা হয়েছে। নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে আন্দোলন চলবে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। জনগণের নিরাপত্তা নিয়ে, দেশের নিরাপত্তা নিয়ে সবাই উদ্বিগ্ন। সেদিক থেকে আমরা মনে করি, ঐক্যবদ্ধ কাজের অনেক জায়গা আছে।

 এই ঐক্যবদ্ধ কাজগুলো কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয় নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, ৮টি বামপন্থি রাজনৈতিক দল মিলে গত ১৮ জুলাই ‘বাম গণতান্ত্রিক জোট’ যাত্রা শুরু করে। ৮ দলে রয়েছে— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, বাসদ (মার্কসবাদী) ও সমাজতান্ত্রিক দল।

সর্বশেষ খবর