মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শুধু মন্ত্রী-এমপির লোক দিয়ে পার পাওয়া যাবে না

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

শুধু মন্ত্রী-এমপির লোক দিয়ে পার পাওয়া যাবে না

অ্যাড. আহমেদ আলী

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর অ্যাডভোকেট আহমেদ আলী বলেছেন, সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। শুধু এমপি আর মন্ত্রীর লোক দিয়ে পার পাওয়া যাবে না। আওয়ামী লীগ এখন এমপি লীগ, মন্ত্রী লীগ আর নেতা লীগ হয়ে গেছে। আমাদের সময়ের আওয়ামী লীগ ছিল কর্মীনির্ভর দল। এখন সবাই নেতা। রাজনীতি এখন আর সেবা নয়, অনেকের কাছে তা ব্যবসা হয়ে গেছে। কুমিল্লা নগরীর বাগিচাগাঁওয়ে তার বাসায় সংক্ষিপ্ত আলাপচারিতায় তিনি এসব বলেন। আহমেদ আলী এখন অসুস্থ, তার প্রোস্টেট ক্যান্সার। প্রায় সময় শয্যাশায়ী হয়ে থাকতে হয়। মাঝে মাঝে উঠে বসেন। পাশের টেবিলে রাখা বই আর পত্রিকা পড়ে সময় কাটান। এই প্রবীণ নেতা সব সময় ভাবেন দল আর দেশ নিয়ে। ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সহসভাপতি এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য আহমেদ আলী আরও বলেন, কিছু এমপি আর মন্ত্রীর লোকজনের কাছে মানুষ জিম্মি। এতে আওয়ামী লীগের জনপ্রিয়তায় ধস নামছে। আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়াতে মানুষের ঘরে ঘরে যেতে হবে। মানুষের দুঃখ-দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা বড় কষ্ট করে আওয়ামী লীগ করেছি। আমাদের সময়ে আওয়ামী লীগ করতে গিয়ে মার খেতে হয়েছে। আহমেদ আলী বলেন, আওয়ামী লীগ দেশের প্রাচীনতম রাজনৈতিক দল। আমি ছাড়া আর কোনো প্রতিষ্ঠাতা সদস্য জীবিত আছে বলে জানা নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন করেছেন। তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা বর্তমানে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী। ইদানীং আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধিত হয়েছে। এতে জেলা ও মহানগর আওয়ামী লীগকে সমপর্যায়ভুক্ত করা হয়েছে। ফলে দলীয় শৃঙ্খলা ভীষণভাবে ব্যাহত হয়েছে বলে আমার ধারণা। জেলা ও মহানগর আওয়ামী লীগ সমপর্যায়ভুক্ত হওয়ায় আমার মতে এক বনে দুটি বাঘ সৃষ্টি করা হয়েছে। আর এটা দলীয় শৃঙ্খলা নষ্ট করবে। কুমিল্লায় জেলা ও মহানগর উভয় কমিটি গঠিত হয়েছে। জেলা কমিটি মহানগরে বসে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না। মহানগরের বাইরে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়, যা দৃষ্টিকটু। অ্যাডভোকেট আহমেদ আলী একজন ভাষা সৈনিক। ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলন করেছেন। মুক্তিযুদ্ধকালীন আগরতলা যুবশিবির কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর কুমিল্লা শত্রুমুক্ত হওয়ার পর তিনি কুমিল্লায় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। সত্তরের সংসদ নির্বাচনে জয়লাভ করে মেম্বার অব কনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেটর (এমসিএ) হয়েছিলেন। বৃহত্তর কুমিল্লা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বার কাউন্সিলের প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যানও হয়েছিলেন আহমেদ আলী। এই বর্ষীয়ান রাজনীতিবিদ ১৯৩২ সালের পয়লা মার্চ বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাজলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এলএলবি পাস করেন। আহমেদ আলী ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠার ইতিকথা’সহ কয়েকটি বই লিখেছেন।

সর্বশেষ খবর