বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে দুজন নিহত, আহত ২২

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় হিটার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এরা হলেন তাইজুল  ইসলাম (১৮) ও শামসুল হক (২২)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। এ সময় ওই কক্ষে আগুন ধরে যায়। গতকাল বেলা পৌনে ১২টায় টঙ্গী বিসিক শিল্প এলাকায় টঙ্গী ন্যাশনাল ফ্যান কারখানায় এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দায়িত্বহীনতার  কারণেই এমন ঘটনা ঘটেছে বলে শ্রমিকরা দাবি করেছেন। কারখানার কর্মচারী রহিম জানান, সকালে যথাসময়ে কারখানায় এসে কাজ শুরু করেন শ্রমিকরা। বেলা পৌনে ১২টার দিকে পেইন্ট (রং) সেকশনের হিট চেম্বারে হঠাৎ হিটার বিস্ফোরিত হয়। এ সময় কক্ষটিতে আগুন ধরে যায়। সেখান থেকে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২২ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, ন্যাশনাল ফ্যান কারখানার তিনতলা ভবনের দোতলায় হিট চেম্বারের হিটার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষে আগুন ধরে যায়। তাইজুল  ইসলাম (১৮) ও শামসুল হক (২২) নিহত হয়। নিহতরা টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন। টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধারে কাজ করেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সর্বশেষ খবর