বুধবার, ৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সিনহাকে ফিরিয়ে আনা হবে আদালতের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক

সিনহাকে ফিরিয়ে আনা হবে আদালতের মাধ্যমে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিচার এড়াতে চান বলেই বিচারপতি সিনহা দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইছেন। তিনি বলেন, মামলা হয়েছে, আদালতের মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনা হবে। গতকাল রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী। সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘মামলা যেহেতু হয়ে গেছে, আমি সে বিষয়ে কোনো কথা বলব না। দুদক তার দায়িত্ব পালন করবে। এটা তাদের ব্যাপার।’ নিজের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিচারপতি সিনহা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয় জানিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী বলেন, ‘আজকে এটা পরিষ্কার হলো যে, এসব কথা তিনি বলছেন এ কারণে যে, তিনি বিদেশে রাজনৈতিক আশ্রয় চান। তার কারণ হচ্ছে তিনি দেশে এলে হয়তো তার মধ্যে ভয় আছে যে, এই যে মামলা, মামলাগুলোর মুখোমুখি হতে হবে।’ বিদেশ থেকে বিচারপতি সিনহাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কোনো উদ্যোগ সরকার নেবে কিনা- এ প্রশ্নে আনিসুল হক বলেন, ‘ফিরিয়ে আনার প্রক্রিয়া যেটা বলছেন, সেটা আদালতের মাধ্যমে হবে, মামলা যখন চলবে সেটুকু আমি বলতে পারি।’ এর আগে আইনি সেবার মানোন্নয়নে সহায়তা প্রদান প্রকল্পের অর্থায়নে নির্মিত লিগ্যাল এইড অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং বিডি লিগ্যাল এইড অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সভাপতিত্বে এ আনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের চেয়ারম্যান বিচারপতি খোন্দকার মুসা খালেদ, আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবির, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, লিগ্যাল এইডের পরিচালক মো. জাফরোল হাছান ও সহকারী পরিচালক মাসুদা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, বর্তমানে দেশের মোবাইল গ্রাহক সংখ্যা প্রায় ১৩ কোটিতে উন্নীত হয়েছে।

সর্বশেষ খবর