শিরোনাম
বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কোনো আশার আলো নেই : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কোনো আশার আলো দেখতে পাচ্ছে না বিএনপি। গতকাল বিকালে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে কোনো আশার আলো নেই। গতানুগতিক প্রতিহিংসার কথাই তিনি বলেছেন। চলমান রাজনৈতিক সংকট উত্তরণে কোনো দিকনির্দেশনা নেই।

গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে ফোনে দেওয়া এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন। ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে নতুন করে বলার কিছু নেই। এটা সংবাদপত্রের স্বাধীনতা, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব করবে। এতে শুধু বিরোধী মত নয়, গণমাধ্যমেরও টুঁটি চেপে ধরা হবে। সরকারের নানা দুর্নীতি-কেলেঙ্কারি দমনে এর ব্যবহার করা হবে। এটা একটি কালো আইন, যা কারও কাছেই গ্রহণযোগ্য নয়। এরই মধ্যে সংবাদপত্রের শীর্ষ সংগঠন সম্পাদক পরিষদসহ অন্য সংগঠনগুলোও ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কিছু ধারা বাতিলের দাবি জানিয়েছে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। খোদ প্রধানমন্ত্রীও গতকাল এই আইনের পক্ষেই সাফাই গাইলেন। বিএনপি ক্ষমতায় গেলে এই কালাকানুন বাতিল করা হবে। বিএনপি মহাসচিব বলেন, আজ দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গণতন্ত্র নেই। মিথ্যা মামলায় গণতন্ত্রের নেত্রী  তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নিয়ে প্রধানমন্ত্রী কিছুই বললেন না। সুষ্ঠু ভোট কীভাবে হবে, নির্বাচনকালীন সরকার কীভাবে গঠন হবে তা নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল সংলাপ চায়। কিন্তু প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো কথাই বলেননি। তাঁর বক্তব্যে জাতি হতাশ হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর