শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সাত রোহিঙ্গা মিয়ানমারকে হস্তান্তর করল ভারত

কলকাতা প্রতিনিধি

২০১২ সালে ভারতে অনুপ্রবেশ করা ৭ রোহিঙ্গাকে গতকাল মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। তাদের মনিপুরের মোরে সীমান্ত দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী, আসামের পুলিশসহ দুই দেশের কর্মকর্তারা।

আসামের পুলিশ ২০১২ সালে এই ৭ রোহিঙ্গাকে আটক করে শিলচরের একটি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছিল। তারা জাতিগত হামলার শিকার হয়ে ভারতে পালিয়ে এসেছিলেন। পরে ভারত সরকার তাদের স্বদেশে ফেরত পাঠানোর পদক্ষেপ নেয়। এর বিরুদ্ধে আদালতে মামলাও হয়। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট এক আদেশে ৭ রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে পাঠানোর সিদ্ধান্ত বহাল রাখে। আদালত জানায়, ‘ভারত সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আদালত তার ওপর হস্তক্ষেপ করতে চায় না।’ এই আদেশের পর তাদের মিয়ানমার কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হলো। প্রাপ্ত খবর অনুযায়ী, মিয়ানমার থেকে সবুজ সংকেত পাওয়ার পরই ৭ রোহিঙ্গাগকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ক্ষেত্রে এই প্রথম কোনো রোহিঙ্গা দলকে মিয়ানমারে ফেরত পাঠালো ভারত সরকার। এ জন্য গত বুধবার ৭ রোহিঙ্গাকে বাসে করে আসাম থেকে মিয়ানমার সীমান্তবর্তী মনিপুর রাজ্যের মোরে শহরে নিয়ে আসা হয়েছিল। উল্লেখ্য, ভারতে অবৈধভাবে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা অবস্থান করছে জম্মু-কাশ্মীরে। বাকিরা রয়েছে হায়দরাবাদ, উত্তরপ্রদেশ, দিল্লিসহ একাধিক শহরে। তাদের মধ্যে প্রায় ১৬ হাজার রোহিঙ্গা জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা দ্বারা নিবন্ধিতও হয়েছে।

সর্বশেষ খবর