শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

প্রয়োজনে অর্থনৈতিক অবরোধ মিয়ানমারে

নিজস্ব প্রতিবেদক

প্রয়োজনে অর্থনৈতিক অবরোধ মিয়ানমারে

কাজী রিয়াজুল হক

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের অপপ্রচারের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করতে হবে। এভাবে চাপ প্রয়োগ করে তাদের রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য করতে হবে। গতকাল মানবাধিকার কমিশনে ‘রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, রাষ্ট্রদূত মোহাম্মদ আজিজুল হক, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জিয়াদ আল মালুম ও প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ‘এই সংকট সমাধানের গুরুত্ব চীনকে বোঝাতে হবে।’ সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেন, ‘অনুপ্রবেশের পর নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। অথচ অং সান সু চির কর্মকাণ্ডে মনে হচ্ছে, যেন উনি মিয়ানমার আর্মির একজন জনসংযোগ কর্মকর্তা।

সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ রোহিঙ্গা ইস্যুতে ভারত ও চীনের অবস্থানের সমালোচনা করেন এবং শিগগিরই রোহিঙ্গা সংকট সমাধান হবে কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন।

সর্বশেষ খবর