শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সংসদ নির্বাচনের বিস্তারিত ইইউকে জানিয়েছি

নিজস্ব প্রতিবেদক

সংসদ নির্বাচনের বিস্তারিত ইইউকে জানিয়েছি

বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে বলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-কে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সচিবালয়ে ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগের চতুর্থ রাউন্ডের সভায় ইউরোপের প্রতিনিধি দলকে এ বিষয়ে অবহিত করেন তিনি। সংলাপ শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনের বিস্তারিত ইউরোপীয় ইউনিয়নকে  জানিয়েছি। আমরা তাদের বলেছি, সংবিধান অনুযায়ী সব দলকে নিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান ক্ষমতাসীন সরকার সেই নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকারের দায়িত্বে থাকবে। এর আগে ইইউ রাষ্ট্রদূত রেনজি তিরিংকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশের সঙ্গে এই চতুর্থ রাউন্ডের সংলাপে অংশ নেয়।  সংলাপ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইইউভুক্ত দেশগুলো বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়। এক্ষেত্রে তারা বিনিয়োগের পরিবেশ ও অবকাঠামোর উন্নয়নে তাগিদ দিয়েছেন। আমরা তাদের জানিয়েছি, বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিদ্যমান।

সর্বশেষ খবর