শনিবার, ৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

কোন্দলে প্রচারণা চালাচ্ছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

কোন্দলে প্রচারণা চালাচ্ছে না বিএনপি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে পঞ্চম দিনের মতো নৌকার পক্ষে গণসংযোগ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতকাল সকাল থেকে রাত পর্যন্ত চারটি টিম রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক পৃথক স্থানে এ কর্মসূচিতে অংশ নিয়ে দলটির কেন্দ্রীয় নেতারা উন্নয়নের প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন। এ সময় দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ চালাতে বিএনপিকে নিষেধ করা হয়নি। আমরাও যেভাবে প্রচারণা চালাচ্ছি তারাও সেভাবে চালাবে। কিন্তু তারা নিজেদের ঘরের কোন্দল, ঝামেলা নিয়ে এত ব্যস্ত যে জনসংযোগ চালাতে পারছে না। তিনি দলীয় সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি মনোনয়ন প্রত্যাশীদের সতর্ক করেন। বলেন, প্রার্থী হতে চাওয়া গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রার্থী হতে গিয়ে নিজেদের মধ্যে বিরোধ করা যাবে না। এ ছাড়া এবার কেউ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে সঙ্গে সঙ্গে বহিষ্কার করা হবে।  দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আগে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লায়ন্স ক্লাবস্? ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ ২০১৮’ উপলক্ষে এক র‌্যালির উদ্বোধন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এরপর রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে বলেন, প্রার্থী হতে চাওয়া গণতান্ত্রিক অধিকার। কিন্তু প্রার্থী হতে গিয়ে ঘরের মধ্যে ঘর করবেন না। মশারির মধ্যে মশারি লাগাবেন না। যাকে মনোনয়ন দেওয়া হয় তিনি বাকি প্রার্থীদের শত্রু ভাববেন না। যারা মনোনয়ন চাইবে তাদের মনোনয়নের মার্কা হবে নৌকা। সবাইকে সতর্ক করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবার বিদ্রোহ করলে খবর আছে। বিদ্রোহ করলে সঙ্গে সঙ্গে বহিষ্কার। কাজেই অপকর্ম করবেন না। কারও ব্যাপারে গীবত করবেন না। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের শত্রু হয়, বাইরের শত্রু প্রয়োজন হবে না। শেখ হাসিনার আমলে যে উন্নয়ন হয়েছে, তা দেশের মানুষ ১০০ বছরেও দেখেনি মন্তব্য করে এই সাফল্যের সংবাদ ঘরে ঘরে পৌঁছে দিতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম বক্তব্য রাখেন। বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আওয়ামী লীগ নয়, বিএনপিই রাজনীতি করেছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ উপযুক্ত জায়গা, আদালতও সেটি বলেছে। তাহলে সরকারের ভুল কোথায়? খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে সরকার রাজনীতি করেনি। তাঁর শারীরিক অবস্থা নিয়ে রাজনীতি করছে বিএনপি। বাম দলের সঙ্গে ঐক্যের বিষয়ে আজও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি কোনো জোটকে নির্বাচনে আমাদের সঙ্গে ঐক্য করতে বলিনি। আমি বলেছি, বামপন্থিরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। জাতির পিতাকে শ্রদ্ধা করে। বামপন্থিদের ভিতরে কেন এত ভাঙনের সুর? আপনারা ঐক্যবদ্ধ থাকুন। তাদের আমাদের সঙ্গে ঐক্য করতে আমি বলিনি। আমরা ঐক্য চেয়েছি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, আমরা ঐক্য চেয়েছি নষ্ট রাজনীতির বিরুদ্ধে, আমরা জাতীয় ঐক্য চেয়েছি স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে। এ দিন বিকালে রাজধানীর খিলগাঁও থানা আওয়ামী লীগ আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, মিথ্যাচার আর দেউলিয়াপনার কারণে বিএনপি আজ ভুয়া রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, তাই আগামী নির্বাচনেও দেশ পরিচালনায় জনগণ আওয়ামী লীগকেই বেছে নেবে। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুন নাহার চাঁপা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি শরীফ আলী খান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া সপ্তাহব্যাপী এই কর্মসূচির পঞ্চম দিনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে গঠিত টিম বিকাল ৪টায় শ্যামলী ২ নম্বর রোড এলাকায় গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করে। সপ্তাহব্যাপী এই কর্মসূচির সমন্বয় করছেন দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। রাজধানীর পরে পর্যায়ক্রমে সারা দেশে আওয়ামী লীগ নেতা-কর্মীরা গণসংযোগ কর্মসূচি পালন করবেন।

সর্বশেষ খবর